অনেক দিন ধরেই ফিফা র্যাঙ্কিংয়ে একশ নব্বইয়ের ঘরে বাংলাদেশ। উন্নতি তো হয়নি, বাজে ফলে বেশ কয়েকবার হয়েছে অবনমন। এখনও একশ নব্বইয়ের ঘরেই আছেন জামাল ভূঁইয়ারা। তবে গত রাতে ভুটানকে হারিয়ে ১৪ বছর পর সাফের সেমিতে উঠতেই পয়েন্ট বাড়ল বাংলাদেশের। যদিও আজ হালনাগাদকৃত ছেলেদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৯২তম অবস্থানেই আছে।
আজকের আগে ফিফা সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছিল গত ৬ এপ্রিল। তখন ১৯২তম অবস্থানে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৮৩.৮৮। আজ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ৫.৬২ পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ১৯১তম স্থানে থাকা ব্রুনেইয়ের পয়েন্ট ৮৯১.১২ আর ১৯০তম অবস্থানে থাকা সামোয়ার পয়েন্ট ৮৯৪.২৬। সাফের ফাইনালে উঠলে বা চ্যাম্পিয়ন হলে র্যাঙ্কিংয়ে উন্নতি হবে জামাল ভূঁইয়াদের।
এদিকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে রানার্সআপ ফ্রান্সও র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। ব্রাজিল তৃতীয় স্থান ধরে রাখলেও তাদের পয়েন্ট কমেছে।