ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
শুক্রবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর শিক্ষার্থীদের এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের মসজিদ প্রাঙ্গণে শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীদের ‘সেভ গাজা’ ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘উই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’, ‘প্যালেস্টাইন হলোকাস্ট’, ‘জেরুজালেম বিলংস টু প্যালেস্টাইন’ ‘ইসরায়েল হটাও, ফিলিস্তিন বাঁচাও’, লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।
মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, বছরের পর বছর নানাভাবে ইসরায়েলের কাছে নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনের জনগণ। তাদের স্বাধীনভাবে বেঁচে থাকতে দিচ্ছে না ইসরায়েল। ফিলিস্তিনের ওপর সব নির্যাতনের অবসান ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয়া হোক।
শিক্ষার্থী খালেদ ফেরদৌস বলেন, আজকে আমরা শেকৃবির সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়েছি দশকের পর দশক ধরে ফিলিস্তিনের ওপর চলে আসা নিপীড়ন, অত্যাচার, নির্যাতন বিরুদ্ধে প্রতিবাদ করতে। এসবের জন্যে ইসরায়েলই দায়ী। যারা শুধু জায়নিজমের প্রতিনিধিত্ব করে আগ্রাসনের পথ বেচে নিয়েছে। তারা বিশ্বে হত্যা, নির্যাতন, অত্যাচারের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। আমরা সারা বিশ্বে নির্যাতিত মুসলিম ভাইদের পাশে আছি।