বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব একটি জাতির রুপকার’ সিনেমাটি কোনো টাকা খরচ ছাড়াই ফ্রিতে দেখার সুযোগ পাচ্ছেন টাঙ্গাইলবাসী। টাঙ্গাইলে করোনেশন ড্রামাটিক ক্লাবে অস্থায়ীভাবে নির্মিত রাজ্য সিনেপ্লেক্সে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি ফ্রিতে দেখার ব্যবস্থা করেছেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন। মুক্তির প্রথম দিনই টাঙ্গাইল সদর উপজেলার সবার জন্য উম্মুক্ত দেখার ব্যবস্থা করা হয়েছে সিনেমাটি। শুক্রবার সকালে সিনেমাটির প্রথম শো উদ্বোধন করেন এমপি ছানোয়ার হোসেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে যারা না জানে তারা এ সিনেমা দেখে জানতে পারবে। এ সিনেমা দেখে যেনো বঙ্গবন্ধুর সম্পর্কে সবাই জানতে পারে সে জন্য সবার জন্য দেখার ব্যবস্থা করে দেয়া হয়েছে। এছাড়া উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এ সিনেমার প্রদর্শনী করার ব্যবস্থা করা হবে।
টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম আলমগীর বলেন, ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্যকে এ ধরনের সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য। এ সিনেমা দেখে সবাই বঙ্গবন্ধুর জীবনী জানতে পারবেন। বঙ্গবন্ধুর জীবনী জানলে সবাই বুঝতে পারবেন মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা।
প্রথম শো দেখতে এসেছিলেন হোসনেরা বেগম নামের এক দর্শনার্থী। তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে অনেক কিছু অজানা। এ সিনেমা দেখে এখন কিছু জানতে পারলাম। জেনেছি বঙ্গবন্ধুর ত্যাগ, মুক্তিযুদ্ধের সময় তাঁর বলিষ্ঠ নেতৃত্বসহ অনেক অবদান সম্পর্কে।
সিনেমাটি দেখতে আসা শহিদুল ইসলাম নামের অপর এক দর্শনার্থী বলেন, সত্যি মুজিব একটি চেতনা। এই সিনেমা দেখে সত্যি গর্বিত। বঙ্গবন্ধু এ দেশের জন্য অনেক কিছু করছেন। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের জন্যই এ দেশ স্বাধীন হয়েছে।
অস্থায়ী নির্মিত রাজ্য সিনেপ্লেক্সের মালিক রাজ্য দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত এই সিনেমা ঢাকা থেকে এনেছি খুব কষ্টে। কারণ টাঙ্গাইলে কোনো সিনেমা হল নেই। এক সময় এই টাঙ্গাইলে ৫টি সিনেমা হল ছিলো বর্তমানে একটিও নেই। তাই অস্থায়ীভাবে এই ক্লাবে সিনেপ্লেক্সে বানিয়ে সিনেমা দেখার সুযোগ করে দেয়া হয়েছে। টাঙ্গাইলে একটি শীততাপ নিয়ন্ত্রিত সিনেপ্লেক্সে নির্মাণের ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ জানাই।