রাজধানীর বংশালের ৩৩ নম্বর ওয়ার্ডের মিরনজিল্লা হরিজন কলোনিবাসীকে উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার মিরনজিল্লা হরিজন কলোনিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্তসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে হরিজন সম্প্রদায়ের নেতারা বলছেন, কলোনিতে তাদের বসবাসে ভবন নির্মাণের জন্য সিটি করপোরেশনের কাছে লিখিত আবেদন করা হয়েছে। যখন তারা উন্নত জীবন যাপনের স্বপ্ন দেখছেন, ঠিক তখন তাদের উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন কলোনিতে বসবাসকারী প্রায় ৩ হাজারের বেশি মানুষ। তারা সবাইকে পুনর্বাসনের দাবি জানান।
জানা গেছে, মিরনজিল্লা কলোনিতে ৩ ও ৪ জুন উচ্ছেদ অভিযান চালাতে সিটি করপোরেশনের পক্ষ থেকে চার প্লাটুন পুলিশ চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর চিঠি পাঠানো হয়েছে। যদিও উল্লেখিত দিনে অভিযান পরিচালনা হয়নি। তবে যেকোনো সময় এই অভিযান কার্যক্রম পরিচালনা হতে পারে।
তাদেরকে অবৈধ বলে সিটি করপোরেশনে কর্মরতদের বাইরে অন্যদের উচ্ছেদ করলে পথে নামতে হবে বলে দাব করেন হরিজন পল্লির বাসিন্দারা। তা ছাড়া হরিজন সম্প্রদায়ের সবার জাতীয় পরিচয়পত্রে স্থায়ী-অস্থায়ী ঠিকানা এই কলোনি।
হরিজন সেবক সমিতির সাবেক সাধারণ সম্পাদক পাবেল দাস বলেন, এই কলোনিতে বসবাস করা সবাই এক সময় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। অনেকের এখন চাকরি নেই। কেউ কেউ চাকরিচ্যুত। অনেকেই মারা গেছেন। সেই পরিবারগুলো কলোনি ছেড়ে এখন কোথায় যাবেন।