পাঠ্যবইয়ে ভুল কেলেঙ্কারিতে অভিযুক্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ঊর্ধ্বতন বিশেষজ্ঞ শিক্ষা ক্যাডার কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসান খানকে বদলি করা হয়েছে। তাকে এনসিটিবি থেকে সরিয়ে রাজবাড়ী সরকারি কলেজে সহাযোগী অধ্যাপক হিসেবে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার তাকে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, চলতি বছরের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলামের বই তৈরিতে জড়িত ছিলেন ঊর্ধ্বতন বিশেষজ্ঞ মুহাম্মদ রকিবুল হাসান খান। এ দুই শ্রেণির বইয়ে বেশ কিছু ভুল তথ্য ছিলো। ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ১৩টি করে মোট ২৬টি বইয়ে সম্প্রতি সংশোধনী দিয়েছে এনসিটিবি।
বুধবার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে প্রেষণ প্রত্যাহার করে ঊর্ধ্বতন বিশেষজ্ঞ মুহাম্মদ রকিবুল হাসান খানকে রাজবাড়ী সরকারি কলেজের বদলি করা হয়। তার মূলপদ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক। তাকে আগামী ৯ মের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।
জানতে চাইলে শিক্ষা ক্যাডার কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসান খান দৈনিক শিক্ষাডটকমের কাছে অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি জানান, আমি জানি না আমাকে বদলি করা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।