বই নকল করে শাস্তির মুখে পড়ছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। তিনি একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের লেখা বই হুবহু নকল করেছেন বলে প্রমাণ পেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এ পরিস্থিতিতে তাকে শোকজ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বই নকল করে চাকরি থেকে বরখাস্ত হতে পারেন তিনি।
জানা গেছে, শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ শিক্ষক মো. আব্দুর রাজ্জাক খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজে কর্মরত আছেন। তিনি ওই কলেজের হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক। এর আগে তিনি নোয়াখালী সরকারি কলেজে কর্মরত ছিলেন।
আদি প্রকাশনীর ওই বইটি নকল করায় গত ১ অক্টোবর তাকে শোকজ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান স্বাক্ষরিত শোকজ নোটিশে জানানো হয়, প্রভাষক মো. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আমিনুল বর চৌধুরী ও অবসরপ্রাপ্ত সিনিয়র লাইব্রেরিয়ান মো. এমদাদুল হকের লেখা ‘নিরীক্ষা ও হিসাব (দ্বিতীয়পত্র)’ বইটি হুবহু কপি করার অভিযোগ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তদন্তে প্রমাণিত হয়েছে। প্রজাতন্ত্রের দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে এ ধরনের কার্যকালাপ আসদাচরণ পর্যায়ে শাস্তিযোগ্য অপরাধ। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী অসদাচরণের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে।
শোকজ নোটিশে ওই বিধিমালা অনুযায়ী কেনো তাকে চাকরি থেকে বরখাস্ত করা বা অন্য কোনো দণ্ড দেয়া হবে না তা শোকজ নোটিশ পাওয়ার দশ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে শিক্ষা ক্যাডার কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাককে জানাতে বলা হয়েছে। একইসঙ্গে আত্মপক্ষ সমর্থনে শুনানি চাইলে তার নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে শোকজ নোটিশে।
এসব বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত প্রভাষক মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগে চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।