দৈনিক শিক্ষা প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে বই বিক্রির অভিযোগে আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিচালনা কমিটির সভাপতি ইয়াসের খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ২৮ সেপ্টেম্বর প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও সহকারী শিক্ষক মাওলানা নাজিম উদ্দিন বিদ্যালয়ের ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় পাঁচ হাজার সরকারি বই বিক্রির সময় পিকআপসহ সেগুলো জব্দ করা হয়। বিষয়টি তদন্ত করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি।
তদন্তে বিষয়টির সত্যতা পাওয়ায় ৪ জানুয়ারি জেলা প্রশাসক পরিচালনা কমিটির সভাপতিকে ব্যবস্থা নিতে চিঠি দেন। গত বুধবার পরিচালনা কমিটির সভায় প্রধান শিক্ষক হারুন অর রশিদকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারি বই বিক্রিচেষ্টার বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, ‘ম্যানেজিং কমিটি আমাকে বহিষ্কার করেছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। তারা যা ভালো মনে করেছে, তা-ই করেছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষককে বহিষ্কারের খবর শুনেছি। তবে আমাদের কাছে কোনো চিঠি এসে পৌঁছায়নি।’