বিনামূল্যের পাঠ্যবই বিক্রির অভিযোগে গ্রেফতার হওয়ায় গাইবন্ধার সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক কর্মচারীকে বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ওই কর্মচারীর নাম মো. মাজেদুর রহমান মাজেদ। তিনি সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তাকে বরখাস্ত করে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, উপজেলার ডি ডাব্লিউ সরকারি ডিগ্রি কলেজের হলরুম থেকে ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিনামূল্যে বিতরণের বই বিক্রির অভিযোগে সুন্দরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী মো. মাজেদুর রহমান মাজেদের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১৬ জানুয়ারি তিনি ওই মামলায় গ্রেফতার হয়েছেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, গ্রেফতার হওয়ায় তাকে সরকারি কর্মচারী আইন-২০১৮ এর ৩৯ (২) ধারা মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি বরখাস্তকালীন সময় খোরপোষ ভাতা পাবেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।