সোনাগাজীতে নতুন বই বিতরণে অনিয়ম ও টাকা গ্রহনের অভিযোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
অভিযুক্তরা হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, অফিস সহায়ক আবুল বাসার ও নিরাপত্তা প্রহরী মো: মানিক।
গত ১৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালকের (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্তের নির্দেশ দেন। আদেশে চিঠি প্রাপ্তির সাত দিনের মধ্যে ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ পূর্বক সুস্পষ্ট মতামতসহ ৭ দিনের মধ্যে প্রতিবেদন প্রেরণের জন্য বলা হয়েছে।
জানা গেছে, সোনাগাজীতে ২০২৩ শিক্ষা বর্ষে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা গুলোতে বিনামূল্যের নতুন বই বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দায়িত্বরত অফিস সহায়ক আবুল বশর ও নৈশ প্রহরী মানিক বই নিতে আসা শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠান প্রতি ৫শ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করেছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, বই বিতরণে অনিয়ম বা টাকা আদায়ের অভিযোগ সত্য না। কোন শিক্ষক খুশি হয়ে অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরীকে হয়তো বকশিশ দিয়েছে তবে কারও কাছ থেকে ইচ্ছের বিরুদ্ধে টাকা আদায় করা হয়নি। তাছাড়া কেউ অনিয়ম দুর্নীতি হয়েছে অভিযোগও করেনি।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফি উল্যাহর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন অধিদপ্তরের চিঠি আমরা পেয়েছি। রোববার(৩০ এপ্রিল) থেকে সরেজমিনে তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।