জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রয়াত সহযোগী অধ্যাপক মীর মোশাররফ হোসেনের (রাজীব মীর) পরিবারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল বকেয়া বেতন পরিশোধ করতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার (২১ আগস্ট) হাইকোর্টের রায়ের বিপক্ষে বিশ্ববিদ্যালয়ের করা আপিল শুনানিতে খারিজ করে দেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. বোরহান উদ্দিন ও বিচারপতি আবু জাফর সিদ্দিকীর সমন্বিত আপিল ডিভিশনের বেঞ্চ।
রাজীব মীরের আইনজীবী তায়্যিব-উল-ইসলাম সৌরভ বিষয়টি নিশ্চিত করেন।
হাইকোর্টে রাজীব মীরের পক্ষে ছিলেন ড. শাহদীন মালিক, তার সঙ্গে ছিলেন আইনজীবী এম. মঞ্জুর আলম ও তায়্যিব-উল-ইসলাম সৌরভ। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজীব উল আলম।
এর আগে ২০১৭ খ্রিষ্টাব্দের ১০ জুলাই রাজিব মীরকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর তিনি আদালতে রিট করেন। তবে ২০১৮ খ্রিষ্টাব্দের ২১ জুলাই চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজীব মীর মারা যান। এরপর তার স্ত্রী সুমনা খান রিটটির পক্ষভুক্ত হন।
পরে ওই রিটের আদেশে হাইকোর্ট রাজীব মীরের বরখাস্তের সিদ্ধান্ত বেআইনি ও অবৈধ ঘোষণা করেন। এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত বেতন-ভাতাদি পরিশোধ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। তবে কয়েক বছর হয়ে গেলেও মৃত রাজীব মীরের পরিবারকে পাওনা বুঝিয়ে দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ নিয়ে রাজীব মীরের স্ত্রী সুমনা খান বলেন, হাইকোর্টের আদেশ আপিল বিভাগেও বহাল থাকায় আমরা সন্তোষ প্রকাশ করছি। আশা করি বিশ্ববিদ্যালয় খুব শিগগিরই আমাদের পাওনা পরিশোধ করে দেবে।