দৈনিকশিক্ষাডটকম ডেস্ক : অ্যালামনাইয়ের মঞ্চে বক্তব্য রাখতে রাখতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভারতের আইআইটি কানপুরের প্রফেসর সমীর খন্দেকার। তিনি এই প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং ছাত্র বিষয়ক ডীন।
শুক্রবার তিনি অ্যালামনাইয়ের মঞ্চে বক্তব্য রাখছিলেন। শনিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ৫৩ বছর বয়সী এই সিনিয়র প্রফেসর হার্টঅ্যাটাকে মারা গেছেন। মঞ্চে অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছামাত্র চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
একজন প্রফেসর বলেছেন, প্রায় ৫ বছর আগে তার উচ্চ মাত্রায় কোলেস্টেরল ধরা পড়েছিল। তার আকস্মিক মৃত্যুতে আইআইটি কানপুরের সাবেক পরিচালক অভয় কারানদিকার গভীর শোক প্রকাশ করেছেন। বলেছেন, তিনি ছিলেন অসাধারণ একজন শিক্ষক ও গবেষক।