আজ ২৬ ফেব্রুয়ারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর প্রথম ১৯৭৩ খ্রিষ্টাব্দের এই দিনে কুড়িগ্রামে যান। সেইদিন সরকারি কলেজ মাঠে ভাষণ দেন তিনি।
রোববার এ দিনটির পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম কলেজ মাঠ প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচি আয়োজন করে উত্তরবঙ্গ যাদুঘর।
কর্মসূচির মধ্যে ছিলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কুড়িগ্রামে তাঁর ঐতিহাসিক ভাষণ শোনানো ও কুইজ প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উত্তরবঙ্গ যাদুঘরের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলুসহ অনেকে।
পরে বঙ্গবন্ধুর ভাষণের ওপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়া সন্ধ্যা ৭টায় উত্তরবঙ্গ যাদুঘরে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।