আগামী ১৭ মার্চ (শুক্রবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার খুবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, ১৭ মার্চ সকাল ৯ টায় শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, ৯ টা ৫ মিনিটে র্যালি, ৯টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব এ পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল ১০ টা ১৫ মিনিটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, দিনব্যাপী বঙ্গবন্ধুর জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী, বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া, কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা, বিকাল ৪টায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদীপ প্রজ্বালন ও রাত ৮টায় মুক্তমঞ্চে ‘হাসিনা এ ডটার্স টেল’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মেইনগেট, মেইনগেট থেকে হাদী চত্বর পর্যন্ত রাস্তা, প্রশাসনিক ভবন, ক্যাফেটেরিয়া, হলগুলো এবং উপাচার্যের বাসভবন আলোকসজ্জা করা হবে।