বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে ২০২২ খ্রিষ্টাব্দে জাতীয় পর্যায়ে নীলফামারী সদর উপজেলার পূর্ব পঞ্চপকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় দলটির ক্ষুদে খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলা পরিষদের আয়োজনে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তাদের সংবর্ধনা দেয়া হয়।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইমরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার। প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার।
পরে একই মঞ্চে নীলফামারী সদর উপজেলায় সদ্য নিয়োগ পাওয়া ৯৬ জন নবাগত শিক্ষককে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আসাদুজ্জামান নুর বলেন, নীলফামারীতে একটি স্পোর্টস একাডেমি গড়ে তোলা হবে। সেখানে সব ধরনের খেলাধুলার প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন খেলোয়াড় তৈরিতে আরো উদ্ধুদ্ধ করার কাজ করতে হবে আমাদের। অভিভাবকদের বলতে চাই সন্তানকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও মনোনিবেশ করাতে হবে। পড়ালেখা করে সবাই চাকরি করবে বা চাকরি পাবে- তা নাও হতে পারে। এক এক শিক্ষার্থীর এক এক রকম প্রতিভা। তাদের এ প্রতিভাকে আমাদের কাজে লাগাতে হবে। খেলাধুলা করেও অনেক সম্মান, মর্যাদা ও পরিচিত অর্জন এবং অর্থ উপার্জন করা সম্ভব।