বদলি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (আইপিইএমআইএস) হালনাগাদ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তথ্য হালনাগাদ করতে হবে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের।
সম্প্রতি অধিদপ্তর থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের আইপিইএমআইএসে স্কুলের তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
গত ২০ নভেম্বর অধিদপ্তরের আইএমডি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশে শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দেয়া হয়।
এতে বল হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনলাইন সফটওয়্যার প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (আইপিইএমআইএস) অনলাইনের মাধ্যমে বিদ্যালয়, শিক্ষক এবং শিক্ষার্থী সংক্রান্ত তথ্য এন্ট্রি ও হালনাগাদের জন্য উন্মুক্ত রয়েছে। আগামী জানুয়ারি-মার্চ সেশনের অনলাইন শিক্ষক বদলি কার্যক্রম সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব উপজেলা শিক্ষা অফিসারকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাঁর উপজেলার সব বিদ্যালয়, শিক্ষক এবং শিক্ষার্থী সংক্রান্ত যাবতীয় তথ্য হালনাগাদ করার জন্য নির্দেশ দেয়া হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।