এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সর্বজনীন বদলিব্যবস্থা চালুর দাবিতে সংবাদ সম্মেলন করবেন বদলি প্রত্যাশী শিক্ষকদের একাংশ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করবেন বলে দৈনিক শিক্ষাডটকম-এ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইনডেক্সধারী বদলি প্রত্যাশীদের অন্যতম মো. সরোয়ার ও মো. সাকিবুল ইসলাম মঙ্গলবার এ সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।
ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. সাকিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ ২০২৩ খ্রিষ্টাব্দ থেকে শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় ইনডেক্সধারী শিক্ষকদের শূন্যপদে বদলির দাবিতে গত ২৫ ও ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করে।
গত ২৭ আগস্ট শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের যৌক্তিক দাবি হিসেবে তিনি তা মেনে নেন এবং শূন্য পদের বিপরীতে বদলি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এতে আরো বলা হয়, এখন পর্যন্ত শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি না হওয়ায় ইনডেক্সধারী বদলি প্রত্যাশী সব শিক্ষক অত্যন্ত উদ্বিগ্ন। তাই দ্রুত প্রজ্ঞাপন পাওয়ার লক্ষ্যে ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।