কর্মরত জনবলসহ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) ১ হাজার ১৮৭টি পদ রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে চলমান পালিত কর্মসূচি স্থগিত করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেসিপ। বন্যার্তের ত্রাণ কার্যক্রমের জন্য সেসিপ কর্মকর্তা-কর্মচারীরা এক দিনের বেতন দেয়ারও সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ১২টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়ায় বন্যার্তদের পাশে দাড়াতে তথা বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণসহ দেশের এই দুর্যোগময় মুহূর্তে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্ব পালনের স্বার্থে এক দফা এক দাবি রাজস্বকরণ বিষয়ক চলমান আন্দোলন কর্মসূচি আজ রোববার থেকে আপাতত স্থগিত করা হলো।
এর আগে, কর্মরত জনবলসহ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) ১ হাজার ১৮৭টি পদ রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে গত ১৮ আগস্ট থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চত্ত্বরে শান্তিপূর্ণ অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন কর্মকর্তা-কর্মচারীরা।