চট্টগ্রামর হাটহাজারীতে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার সময় সড়ক পার হতে গিয়ে বন্যার পানিতে ডুবে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ আগস্ট) সকাল নয়টার দিকে উপজেলার ইসলামিয়াহাট বাদামতল নন্দীরহাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নিপা পালিত (২১) হাটহাজারী কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম উত্তম পালিত।
নিহতের ফুফাত ভাই জয় ঘোষ বলেন, ওর ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলতেছিল, পরীক্ষার কেন্দ্র পড়ছে ফটিকছড়ির নাজিরহাট কলেজে। সকালে পরীক্ষা দিতে বের হওয়ার পর আমরা খবর পেয়ে বাড়ির সামনের সড়কে পানিতে ভাসমান অবস্থায় ওর মরদেহ উদ্ধার পেয়েছি। সেখানে কোমর সমান পানি ছিল। ওর মৃগি রোগ ছিল, ধারণা করা হচ্ছে পানি পার হওয়ার সময় মৃগী রোগের কারণে ডুবে গিয়েছিল।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি বাড়ির সামনের সড়কে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। কিন্তু অস্বাভাবিক মৃত্যু হওয়ায় আমরা মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।