দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৬ লাখ ৫ হাজার ৭৬৭টি পরিবার। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
ত্রাণ মন্ত্রণালয় জানায়, দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত ১১ জেয়ায় ৬৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রায় ৬ লাখ ৫ হাজার ৭৬৭টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা আক্রান্ত জেলাগুলো হলো-ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। বেশির ভাগ জেলায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বন্যায় ৬৮টি উপজেলা প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫০৪টি। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৫১ লাখ ৮ হাজার ২০২ জন।
মন্ত্রণালয় আরো জানায়, চলমান বন্যায় মারা গেছে এখন পর্যন্ত ৬৭ জন। এর মধ্যে পুরুষ-৪২, নারী-৭ ও শিশু ১৮। জেলা ভিত্তিক মারা গেছেন কুমিল্লা-১৭, ফেনী-২৬, চট্টগ্রাম-৬, খাগড়াছড়ি-১, নোয়াখালী-১১, ব্রাহ্মণবাড়িয়া-১, লক্ষ্মীপুর-১ ও কক্সবাজার ৩ জন ও মৌলভীবাজার ১ জন। এখনো মৌলভী বাজারে নিখোঁজ রয়েছের একজন।
জানা গেছে, চলমান বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেয়ার জন্য মোট ৩ হাজার ৬১৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৩ লাখ ৬ হাজার ৭৪১ জন আশ্রয় নিয়েছেন। ৩২ হাজার ৮৩০টি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। এ ছাড়া ১১ জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা দানের জন্য মোট ৪৭২টি মেডিক্যাল টিম চালু রয়েছে।