যথাযথ মর্যাদার সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল কর্তৃপক্ষ কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (রুটিন দায়িত্ব) ড.বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান। সভাটির সভাপতিত্ব করেন শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের অগণিত নিপীড়িত মানুষকে নিরাপদ রাখতে এবং তাদের মৌলিক চাহিদার যোগানে সামঞ্জস্য বিধানে মানবাধিকারের বিকল্প নেই৷ মানবাধিকার সমুন্নত রাখতে বর্তমান সরকার বিগত যেকোনো সময়ের চেয়ে সচেষ্ট।
বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মায়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বিশ্ব মানবতার নতুন উদাহরণ তৈরি করেছে। এছাড়া দেশের পিছিয়ে পরা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের এসব উদ্যোগকে সফল করতে গণমানুষের সচেতনতা প্রয়োজন।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালির আয়োজন করা হয়।