নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপিত হয়েছে। দিনটিকে ঘিরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শন ও চেতনা নিয়ে আলোচনা এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনায় প্রার্থনা করা হয়। এসব কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা এবং শেখ হাসিনা হলে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার ড. বদরুজ্জামান ভূঁইয়া। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান এবং দপ্তর প্রধানরা।
হল প্রভোস্টদের সভাপতিত্বে হওয়া এসব সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো বাংলাদেশের স্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তি। তার জীবদ্দশায় প্রথম স্বপ্নটি পূরণ হলেও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দ্বিতীয় স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। দারিদ্রতা দূরীকরণ ও উন্নত দেশ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে অনুকরণীয় নেতৃত্ব হিসেবে পরিচিতি পেয়েছে।
তারা আরো বলেন, একসময় সারাদেশে একযোগে বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটতো। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে একসঙ্গে পাঁচ শতাধিক মডেল মসজিদ এবং ইসলামি সংস্কৃতি কেন্দ্র উদ্বোধন করেছে। পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু স্যাটেলাইট,তাপ ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে।
সভা শেষে দিনটি উপলক্ষে আয়োজিত এক কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া। বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের উদ্যোগে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপিত হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও মন্দিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘজীবন কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।