নিজের ছেলের ফল পরিবর্তনসহ আরো অনিয়ম প্রমাণিত হওয়ায় চাকরি হারাচ্ছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেই সচিব নারায়ণ চন্দ্র নাথ। তাকে বরখাস্ত কেনো করা হবে না তা জানতে চেয়ে এরই মধ্যে শোকজ করা হয়েছে। ওই শোকজ নোটিশের জবাব ১০ কার্য দিবসের মধে্য লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে নারায়ণ নাথের বিরুদ্ধে তার নিজ সন্তান নক্ষত্র দেব নাথ এর ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার (বিজ্ঞান বিভাগ; রোল ১০৮৫৫৪) ফল জালিয়াতি ও উচ্চমাধ্যমিক শ্রেণিতে প্রভাব খাটিয়ে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ভর্তি করনোর অভিযোগ ওঠে। ওই অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।
ওই কমিটির তদন্তে প্রমাণিত হয়, নারায়ণ নাথ চট্টগ্রাম শিক্ষাবোর্ডর দৈনিক শ্রমিক আবদুর রহমান, প্রোগ্রামার আবদুল মালেক, কম্পিউটার সেলের দৈনিক ভিত্তিক স্ক্যানার শিবলু ও নোমান, সহকারী প্রোগ্রামার আবুল হাসনাত এবং মো: রাজু আহমেদের মাধ্যমে ফলাফল বিকৃত ও আলামত বিনষ্টে জড়িত। তিনি তার ছেলের এইচএসসির ফল প্রকাশের পর গোপনে ১২টি পত্রের ফলাফল পুন:নিরীক্ষার আবেদন করান। অবৈধভাবে মোট ১২২ নম্বর অতিরিক্ত দিয়ে ফল প্রকাশে প্রভাব খাটান। পরীক্ষার খাতা পরিবর্তন ও বিনষ্টে নেপথ্যে ভূমিকা পালন করেন। পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পরও তিনি ওই অপকর্মে প্রভাব খাটিয়ে কর্তৃপক্ষের আদেশ অমান্য করেন। নিজের ছেলেলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তি করানোর ক্ষেত্রেও নিজের পদের অপব্যবহার করেন।এসব কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করে নারায়ণ নাথকে অভিযুক্ত করে তদন্ত কমিটি।
এই প্রতিবেদনের প্রেক্ষিতে নারায়ণ নাথকে কেনো বরখাস্ত করা হবে তা ১০ দিনের মধ্যে জানানোর নির্দেশনা দিয়ে শোকজ নোটিস দেয়া হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।