বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিম) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ভেটেনারি অলিম্পিয়াড। এবারের অলিম্পিয়াডে ২১টি দল অংশগ্রহণ করে।
শনিবার সকাল ১১টায় থেকে শুরু হয় এবারের অলিম্পিয়াড, শেষ হয় দুপুর ১টার পরে। ভেটেরিনারি অলিম্পিয়াডের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের এক্ষেত্রে দক্ষ করে গড়ে তোলা। এ অলিম্পিয়াডের মাধ্যমে তারা দক্ষ হিসেবে গড়ে উঠবে এবং কর্মক্ষেত্রে এই দক্ষতা কাজে আসবে।
এবারের অলিম্পিয়াডে ২১টি দলের মধ্যে থেকে একটি দল বিজয়ী হবে। সারা দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের বিজয়ী দলকে নিয়ে অনুষ্ঠিত হয় আন্তবিশ্ববিদ্যালয় ভেটেরিনারি অলিম্পিয়াড।
এ বিষয়ে বিভাগটির সভাপতি মো. নাজমুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার যে ভিশন, সে লক্ষ্যেই আমরা অলিম্পিয়াডটি আয়োজন করেছি। শিক্ষার্থীদের ভেতর থেকে জড়তা কেটে উঠবে এবং কর্মক্ষেত্রে সফলতা পাবে।
উল্লেখ্য, গতবছর প্রথম ভেটেরিনারি অলিম্পিয়াডে ১৪টি দল অংশগ্রহণ করে। সেখান থেকে বিজয়ী দল নিয়ে কক্সবাজারের একটি হোটেলে আন্তবিশ্ববিদ্যালয় ভেটেরিনারি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। সেখানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়।