দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : শীতের শেষ হতেই শুরু হয়েছে বসন্তের আগমনী বার্তা। সেই বসন্তকে বরণ করতে একদিন আগেই তাই রঙিন হয়ে উঠলো ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের যোগাযোগ ও গণমাধ্যম বিভাগ। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর ধানমন্ডিতে বিভাগের প্রাঙ্গণে চলে এই আয়োজন।
এদিন সকালের আলো ফুটতেই ক্যাম্পাসে আসতে থাকেন শিক্ষার্থীরা। রঙিন করতে থাকেন নিজেদের প্রিয় বিভাগকে। লাল-হলুদ-বেগুনী রংয়ে বিভাগ রূপ নেয় বসন্তের সাজে। শিক্ষার্থীদের পরনেও ছিলো রংয়ের ছোঁয়া। শাড়ি ও পাঞ্জাবিতে যেন পুরো প্রাঙ্গনই হয়ে ওঠে ফুলের বাগান। কেউ গান গাইছেন গলা ছেড়ে, কেউ নাচছেন। বাঙালি সংস্কৃতির পুরো আবহ ঘিরে চলতে থাকে দারুণ এক উৎসব।
উৎসবে যোগ দেন বিভাগের সাবেক শিক্ষার্থীরাও। ছোটদের সঙ্গে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ করেছেন তারাও। যেনো তারা ভুলেই গেছেন যে কবে পড়াশোনা শেষ করে চাকরি জীবনে থিতু হয়েছেন। আজ আবারও তারা নবীন। আজ যে তাদেরও বসন্ত।
প্রতিবছরই এমন দিনে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিভাগের শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরা এক হয়ে দারুণ সময় কাটিয়েছে বিভাগে। আয়োজকরা বলছেন, এমন দিন বারবার ফিরে আসুক। শিক্ষার্থীদের হাত ধরে বসন্ত নেমে আসুক বিভাগে।