দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, শুধুমাত্র ব্রিজ কালভার্ট নয়, বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের শিক্ষার উন্নয়নে সহযোগিতা করতে চায় চীন। বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্ক রয়েছে; সেটা দিন দিন আরো মজবুত হবে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াপাড়া লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা শিক্ষার উন্নয়নের মাধ্যমে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চান। স্মার্ট বাংলাদেশের পাশে থাকবে চীন। শিক্ষার মাধ্যমে সুন্দর সম্পর্ক আরো উন্নত হবে।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন লায়ন মজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীর লেখাপড়ার প্রতি আরো মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে চীনে তোমাদের লেখাপড়ার সুযোগ করে দেয়া হবে। বিদ্যালয়ের চীনা ভাষা শিক্ষার সুযোগসহ এখানে একটি স্মার্ট শ্রেণিকক্ষ করে দেয়া ঘোষণা দেন তিনি।
এ সময় চীনে নববর্ষের প্রথম দিনে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাতে পেরে খুবই আনন্দিত বলে মন্তব্য করেন তিনি।
এর আগে বেলা ১১টার দিকে লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে নোয়াগাঁও গ্রামে আসেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তার সঙ্গে ছিলেন স্ত্রী লি ইও এবং মেয়ে লি জিও।
এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি লায়ন মশিউর রহমান।
দুই দেশের জাতীয় সংগীতের পর পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চীনা রাষ্ট্রদূত। এরপর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও বিদ্যালয় শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। পরে প্রতিযোগিতায় জয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চীনা রাষ্ট্রদূত।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মহুয়া মমতাজ, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত ঘোষ, বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, কুলিয়ারচর থানার ওসি সারোয়ার জাহানসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।