দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের দুটি নিয়োগ পরীক্ষায় বয়সে ছাড় দিয়ে আবেদনের সুযোগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ২৬ ও ২৭ ডিসেম্বর জারি করা বাংলাদেশ ব্যাংকের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বয়সের ছাড় দিয়ে রিট আবেদনকারীদের আবেদনের সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রিটকারীদের আইনজীবী রাশেদুল হক এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) নিয়োগপ্রত্যাশী ১১ জনের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ রুল ও অন্তর্বর্তী আদেশ জারি করেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
জানা গেছে, মহামারির কারণে চাকরি প্রার্থীদের বয়সের সময়সীমার ক্ষেত্রে ছাড় দিয়ে ২০২২ খ্রিষ্টাব্দের ২২ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সব মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও জাতীয়কৃত প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩৯ মাস ছাড় দিয়ে আবেদনকারীদের বয়সসীমা ২০২০ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ নির্ধারণ করেছিল, যা ২০২৩ খ্রিষ্টাব্দের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য সব নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে নির্ধারণ করা হয়। নির্ধারিত ওই সময়সীমার পর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি গত বছরের ২৬ ও ২৭ ডিসেম্বর দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিয়োগ বিজ্ঞপ্তি দুটি ২০২২ সালভিত্তিক বলে উল্লেখ করা হয়।
রিটকারীদের একজন তানজীর আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাংকের গত ২৬ ও ২৭ ডিসেম্বরে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিতে ২০২২ সালভিত্তিক উল্লেখ ছিল। এ কারণে নিয়োগ বিজ্ঞপ্তি দুটি চাকরি প্রার্থীদের বয়সের ছাড় দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৩ সালের জুনের ভেতরে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে গণ্য হবে।