বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস।
বাউবির উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের কাছে গত রোববার ড. সাঈদ ফেরদৌস তার যোগদানপত্র দেন। উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌসের যোগদানপত্র গ্রহণ করেন এবং তাকে অভিনন্দন জানান। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ে মানসম্মত ও বাস্তবমুখী শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে নবনিযুক্ত উপ-উপাচার্য সাঈদ ফেরদৌস বিশেষ অবদান রাখবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম।
অধ্যাপক সাঈদ ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯৫ খ্রিষ্টাব্দ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন। তিনি আমস্টারডাম ইউনিভার্সিটি, নেদারল্যান্ডস থেকে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তিতে পিএইচডি করেন ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি, যুক্তরাজ্য থেকে।
গত ৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক সাঈদ ফেরদৌসকে বাউবিতে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।