দৈনিক শিক্ষাডটকম, কক্সবাজার : কক্সবাজারের রামুতে শনিবার ভোরে বাড়ির উঠানের ফুলের বাগান পরিচর্যা করছিলেন শিক্ষিকা ইমারী রাখাইন। এসময় বেপরোয়া গতিতে আসা পিকআপ বাগানে ঢুকেই চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
আজ শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার ফতেখারকুল ইউনিয়নের রামু-মরিচ্যা সড়কের অফিসেরচর গ্রামে নিজ বাড়ির সামনেই দুর্ঘটনার শিকার হন ওই শিক্ষিকা। নিহত ইমারী রাখাইন (৪৯) একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অফিসেরচর গ্রামের থোয়ে চা অং এর মেয়ে ও উলা রাখাইনের স্ত্রী। তিনি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বানিয়ারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।
নিহত ইমারী রাখাইনের ছেলে কক্সবাজার সিটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র উএমং রাখাইন বলেন, সকালে মা বাড়ির সামনে ফুলের বাগান পরিচর্যা করছিলেন। এসময় রামু অভিমুখী দ্রুতগামী একটি পিকআপ বাগানে ঢুকে মাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা প্রাণ হারান।
স্থানীয়রা জানান, ইমারী রাখাইন সড়কের বাইরে নিজেদের বাগানে কাজ করছিলেন। গাড়িটি বেপরোয়া গতিতে এসে সড়কের অন্যপাশে গিয়ে তাকে (ইমারী) চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা চালকসহ গাড়িটি আটকের চেষ্টা করলেও ব্যর্থ হন।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।