রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টে ছুরিকাঘাতে আশফাকুর রহমান চৌধুরী সাতিল (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিআইটি প্রজেক্ট ১৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন সোয়াইব হোসেন (১৮) ও রুপম দত্ত (১৮) নামে দুই শিক্ষার্থী। তাদের বন্ধু রকিসহ কয়েকজন মিলে ছুরিকাঘাত করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিআইটি প্রজেক্ট ১৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সাতিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার বাম পায়ের ঊরুতে ছুরিকাঘাত করা হয়েছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে। সোয়াইবকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাতিলকে হাসপাতালে নিয়ে যাওয়া সায়েম সিকদার জানান, সন্ধ্যার পর মানুষের ডাকচিৎকার শুনে তারা ১৩ নম্বর রোডে গিয়ে দেখেন, সাতিল এবং সোয়াইব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন সেখান থেকে দ্রুত তাদের স্থানীয় এশিয়ান হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
সাতিলের বাবা গোলাম মনিরুজ্জামান চৌধুরী জানান, তাদের বাসা ডিআইটি প্রজেক্টের ১১ নম্বর রোডে। গ্রামের বাড়ি ঢাকার দোহারে। সাতিল ঢাকা নৌবাহিনী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।