বাণিজ্য মেলায় বিকাশ পেমেন্টে ব্যাপক সাড়া - দৈনিকশিক্ষা

বাণিজ্য মেলায় বিকাশ পেমেন্টে ব্যাপক সাড়া

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

কেনাকাটা জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। মাসব্যাপী এই মেলার তৃতীয় সপ্তাহ চলছে এখন। বিভিন্ন ব্র্যান্ডের স্টলে-স্টলে মিলছে আকর্ষণীয় সব অফার। প্রতি বছরের মতো এবারও মেলার দিন যত এগিয়ে যাচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে ক্রেতা সমাগম। কেনাকাটাও অনেক সহজ হয়েছে বিভিন্ন স্টলে বিকাশের মতো ডিজিটাল পেমেন্ট অপশন থাকায়।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাড্ডা থেকে পরিবারসহ পূর্বাচলে আয়োজিত বাণিজ্য মেলায় এসেছেন আনোয়ার হোসেন। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী আনোয়ার বলেন, নতুন বাসায় উঠেছি, এখন মেলায় আসলাম বিভিন্ন গৃহস্থালী পন্য কিনতে, অনেক স্টলই নানা রকম ছাড় দিচ্ছে। শুক্র ও শনিবার মেলায় প্রচন্ড ভিড় হয় দেখে সাধারণ কর্মদিবসেই এসেছি।

একটি স্বনামধন্য গৃহস্থালী পণ্যের দোকান থেকে কিছু তৈজসপত্র কিনেছেন আনোয়ার। তিনি বলেন, বাণিজ্য মেলা উপলক্ষে দোকানটি ১০ শতাংশ ছাড় দিয়েছে, আবার বিকাশে পেমেন্ট করে অতিরিক্ত আরও ৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়েছি। শহর থেকে এতো দূরে মেলায় আসা স্বার্থক।

এদিকে বিকাশে পেমেন্ট গ্রহণ করতে পেরে খুশি মেলায় স্টল দেয়া অনেক উদ্যোক্তাও। ক্লে ইমেজ সিরামিকসের কর্ণধার রেহানা আক্তার বলেন, প্রতিদিন মেলা শেষে নগদ টাকা বহন করা একটা সমস্যাই বটে। তবে অনেক ক্রেতাই বর্তমানে বিকাশে পণ্যের মূল্য পরিশোধ করছে যা আমাদের জন্য বেশ ইতিবাচক বিষয়।

মাসব্যাপী এ মেলায় বিকাশ পেমেন্টে প্রবেশ টিকেট, মেলা উপলক্ষে বিশেষভাবে চালু করা বিআরটিসি বাসের টিকেট এবং পার্কিং টিকেট কিনলেই ৫০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহক। পাশাপাশি, বিকাশের বুথে নতুন অ্যাকাউন্ট খুলে বা কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে ২ হাজার টাকা অ্যাড মানি করে প্রথম ১০০ জন দর্শনার্থী পাচ্ছেন মেলায় বিনামূল্যে প্রবেশাধিকারের সুযোগ। মেলা চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

টিকেট কিনে ক্যাশব্যাক ছাড়াও মেলায় বিভিন্ন স্টলে পণ্য ও সেবা কিনে বিকাশ পেমেন্ট করলে রয়েছে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মেলা চলাকালীন একজন গ্রাহক এই অফারের আওতায় সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। অফারগুলো চলবে মেলার শেষ দিন পর্যন্ত।

ভিশন, ওয়াকার, রিগ্যাল, বেস্ট বাই, বেঙ্গল, কুপার’স, টেস্টি ট্রিট, ভিস্তা, ডেইলি শপিং, মিঠাই, স্যাভয়, আমানত শাহ লুঙ্গি, ব্লু জিনস, বেক্সি ফেব্রিক্স, নাদিয়া ফার্নিচার, আকতার ফার্নিশার্স, ডেল্টা ফার্নিশার্স, আকতার ম্যাট্রেস ও ফোম, পারটেক্স ফার্নিচার, নাভানা ফার্নিচার, ব্রাদার্স ফার্নিচার, হাতিম ফার্নিচার সহ নানান স্টলে এই ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

অফার ও মার্চেন্ট তালিকা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে - https://www.bkash.com/page/ditf-2023-bkash?। বিকাশ অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করে বা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে এই অফারগুলো নিতে পারবেন গ্রাহকরা।

উল্লেখ্য, এবারও মেলা প্রাঙ্গনে যেকোনো প্রাপ্তবয়স্ক নাগরিক জাতীয় পরিচয়পত্র এবং একটি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে বিকাশ বুথে এসে বিনামূল্যে বিকাশ অ্যাকাউন্ট খোলার সুযোগ পাচ্ছেন। এছাড়াও রয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট খোলার সুবিধা। একই সাথে মেলা প্রাঙ্গনে রয়েছে ক্যাশ ইন ও ক্যাশ আউটের সুবিধাও।

মাদরাসা শিক্ষকদের আগস্ট মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha মাদরাসা শিক্ষকদের আগস্ট মাসের এমপিওর চেক ছাড় বাকী সব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ একসঙ্গে : শিক্ষা উপদেষ্টা - dainik shiksha বাকী সব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ একসঙ্গে : শিক্ষা উপদেষ্টা মাই*রা শ্যাষ কইরা দেন, শেখ হাসিনাকে বলেছিলেন দুই ভিসি - dainik shiksha মাই*রা শ্যাষ কইরা দেন, শেখ হাসিনাকে বলেছিলেন দুই ভিসি আমি আশ্বাস দিচ্ছি, নবম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা উপদেষ্টা - dainik shiksha আমি আশ্বাস দিচ্ছি, নবম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা উপদেষ্টা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন : এহছানুল হক মিলন - dainik shiksha শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন : এহছানুল হক মিলন পদত্যাগে বাধ্য হয়েছেন ৪৯ হিন্দু শিক্ষক - dainik shiksha পদত্যাগে বাধ্য হয়েছেন ৪৯ হিন্দু শিক্ষক শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি পাঠ্যবই থেকে বাদ দিয়েছিলেন কামাল চৌধুরী - dainik shiksha শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি পাঠ্যবই থেকে বাদ দিয়েছিলেন কামাল চৌধুরী কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0052230358123779