আয় না থাকলেও টিআইএনধারীদের ন্যূনতম ২ হাজার টাকা কর দেওয়ার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তা তুলে দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছে বলে জানা গেছে। এনবিআর সূত্র জানিয়েছে, বাজেট পাসের সময় এ বিষয়ে সংশোধনী আসতে পারে।
১ জুন জাতীয় সংসদে আসছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় তিনি আয়কর আইনের একটি প্রস্তাবিত বিধান তুলে ধরে জানান, নতুন অর্থবছর থেকে আয় না থাকলেও যাঁদের টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর) আছে, তাঁদের ন্যূনতম ২ হাজার টাকার কর দিতে হবে। এ ঘোষণার পরই সর্বত্র এই নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। যেখানে ব্যক্তির করমুক্ত আয়ের সীমাই ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৩ লাখ টাকা করা হয়েছে, সেখানে আয় না থাকলেও ২ হাজার টাকা কর কেন দিতে হবে–মূলত এই নিয়েই সমালোচনা।
বাজেট পাসের আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে বিষয়টি নিয়ে এনবিআর পর্যালোচনা করেছে বলে জানা গেছে। তারই অংশ হিসেবে বাজেট সংশোধনীতে ন্যূনতম ২ হাজার টাকা কর দেওয়ার প্রস্তাবটি বাতিল করার ঘোষণা আসতে পারে। তবে, যাঁরা উৎসে কর দেবেন এবং তা যদি ২ হাজার টাকার বেশি হয়, তাহলে আয়কর রিটার্ন দেওয়ার সময় ওই ২ হাজার টাকা সমন্বয় করা হবে বলেও সংশোধনীতে উল্লেখ করা হতে পারে।
এ ব্যাপারে এনবিআরের আয়কর শাখার সাবেক সদস্য ড. সৈয়দ আমিনুল করিম বলেন, ‘এটা ঠিক যে রাজস্ব আয় বাড়ানো দরকার। তবে আয় না থাকলেও ২ হাজার টাকা কর দিতে হলে তা করমুক্ত সীমার যে বিধান, তার সঙ্গে সাংঘর্ষিক হবে। এটা না করলেই ভালো হবে।’
জানা যায়, অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটি বাজেটের বেশ কিছু বিষয়ে সংশোধনী আনতে সুপারিশ করেছে। এতে ন্যূনতম ২ হাজার টাকা কর দেওয়ার বিষয়টির পাশাপাশি বিদেশভ্রমণের তথ্য এনবিআরকে জানানোর বাধ্যবাধকতার বিষয়টিও বাতিলের সুপারিশ করেছে বলে সংশ্লিষ্টরা জানান।