ফরিদপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলেন নবম শ্রেণির এক স্কুলছাত্রী। গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার আকুনের চরপাড়া গ্রামে গিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন ইউএনও ইএনও লিটন ঢালী।
এসময় মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
জানা গেছে, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই স্কুল শিক্ষার্থীর বাল্যবিয়ের খবর পান ইউএনও লিটন ঢালী। তিন তাৎক্ষণিক ছুটে যান ওই শিক্ষার্থীর বাড়ি। এসময় তার সঙ্গে সদর উপজেলার সমাজসেবা অফিসার মাহাবুবুর রহমানসহ আনসার বাহিনীর সদস্যরা ছিলেন। স্কুল শিক্ষার্থীর বাড়িতে পৌঁছে মেয়ের বাবাকে আটক করা হয়। এসময় ১৮ বছরের আগে ওই মেয়েকে বিয়ে দেবেননা বলে তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। এছাড়া, বিষয়টি নজরদারিতে রাখার জন্য সংশ্লিষ্ট ইউপি সদস্য মারফত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।