সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টায় দিকে উপজেলার দিরাই-মদনপুর সড়কের পাথারিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিরাই উপজেলার শরীফপুর গ্রামের শায়খুল ইসলাম সজীবের মেয়ে সুরমা স্কুলের ছাত্রী তাওহিয়া বেগম (১২) ও শান্তিগঞ্জের পাগলা হুসেনপুর গ্রামের এমরান মিয়া (৫৫)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকা থেকে দিরাইগামী যাত্রীবাহী একটি বাস সুনামগঞ্জ শহরে যাচ্ছিল। পথে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা স্কুলছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়। এছাড়া চালকসহ আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।