দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ২ দিনব্যাপী স্প্রিং সেমিস্টার ভর্তি মেলা শুরু হয়েছে। সোমবার তুরাগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে মেলাটি শুরু হয়। এ মেলা চলবে প্রতিদিন বিকাল ৪টা পর্যন্ত।
মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীরা।
মেলায় ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য আছে ভর্তি ফি’র ওপর ৩০ শতাংশ, মেধাভিত্তিক টিউশন ফি’র ওপর ১০ শতাংশ – ১০০ শতাংশ এবং তাৎক্ষণিক ভর্তিতে আকর্ষণীয় উপহার।
উল্লেখ্য, স্প্রিং সেমিস্টারের ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে ৭টি অনুষদের অধিনে ১৫টি প্রোগ্রাম, ৩টি সার্টিফিকেট কোর্স এবং ১টি পিজিডি কোর্স চলবে। ভর্তি মেলায় শিক্ষার্থীরা ক্যারিয়ার নিয়ে অভিজ্ঞ শিক্ষকেরা ও ক্যারিয়ার কাউন্সিলরদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন।