৫০ হাজার টাকা মাসিক ভাতার দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। রোববার বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সব গেটে তালা দিয়ে ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট করছে চিকিৎসকরা। এতে দুর্ভোগে ও ভোগান্তি পড়েছে রোগী ও তার স্বজনরা।
জানা যায়, বর্তমানে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা ২০ হাজার টাকা ভাতা পান। তারা এটি বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন। মেনে না নেওয়া পর্যন্ত চিকিৎসকরা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন।
এ সময় চিকিৎসকরা ‘ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়’, ‘অনুগ্রহ নয় অধিকার চাই, সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো চাই’, ‘আশ্বাস নয় প্রমাণ চাই, ৫০ হাজার ভাতা চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এর আগে গত ৮ জুন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করে প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে তারা জানায়, ১২ জুনের মধ্যে ভাতা বৃদ্ধির দাবি মানা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়া হবে। এর পর দাবি মেনে নেওয়ার আশ্বাসে দুই দফা আন্দোলন স্থগিত করে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
কিন্তু শেষ পর্যন্ত কোনো আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় গত ৮ জুলাই সকাল ১০টা থেকে রাজধানীর শহীদ মিনার এলাকায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। একইসঙ্গে নতুন কর্মসূচিও ঘোষণা করেন। পরে গত ১০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেন তারা। একইদিনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর মধ্যস্ততায় কর্মসূচি স্থগিত করে আন্দোলনরত চিকিৎসকরা।