জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি (অনার্স) ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি (এএমটি), নীটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি (কেএমটি) ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজির দ্বিতীয় বর্ষ ৩য় সেমিস্টার পরীক্ষা-২০২৩ ফরম পূরণের সময় ২১ সেপ্টেম্বর পর্যন্ত বেড়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন: বিএসসি অনার্স ইন সিএসইর দ্বিতীয় বর্ষ ৩য় সেমিস্টারের ফরম পূরণের সময় বাড়লো
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ খ্রিষ্টাব্দের বিএসসি (অনার্স) ইন-অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি (এএমটি), নীটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি (কেএমটি) এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) দ্বিতীয় বর্ষ ৩য় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হলো। নির্ধারিত তারিখের পর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সব কাজ সম্পন্ন করতে হবে।
আরো পড়ুন: বিবিএ দ্বিতীয় বর্ষ ৩য় সেমিস্টারের ফরম পূরণের সময় বাড়লো
শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণের আবেদন করতে পারবেন ৮ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে। শিক্ষার্থীর ডেটা নিশ্চায়ন ২২ সেপ্টেম্বর। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।