দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ খ্রিষ্টাব্দের বিএসসি অনার্স ইন-কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) তৃতীয় বর্ষ, ৬ষ্ঠ সেমিস্টার (নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী) পূরণের সময় বাড়ানো হয়েছে।
আগামী ২৮ এপ্রিল পর্যন্ত আবেদন ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, পরীক্ষায় অংশ নিতে ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের সময় ৩০ এপ্রিল শেষ হবে। সোনালী সেবার মাধ্যমে ফরম পূরণের ফিয়ের টাকা জমা দেয়া যাবে ২ মে।