কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে মালদ্বীপের থীনাধু আইল্যান্ডে বিক্ষোভ করা প্রবাসী বাংলাদেশিদের দ্রুত গ্রেফতার করে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলি ইহসান।
তিনি বলেন, ভিনদেশি নাগরিকরা মালদ্বীপে এসে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন না। এটা অভিবাসী আইনের লঙ্ঘন।
বুধবার (২৪ জুলাই) মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম মিহারু এ তথ্য জানিয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ জুলাই) বাংলাদেশের ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে থীনাধু আইল্যান্ডে বসবাসরত প্রবাসীরা বিক্ষোভ করেন।
এ বিষয়ে জানতে চাইলে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সেলর এবং দূতালয় প্রধান সোহেল পারভেজ প্রবাসীদের নিরাপত্তা ও ভাবমূর্তি রক্ষায় দেশটির আইন অমান্য করে কোনো ধরনের মিছিল, মিটিং ও সমাবেশ না করার অনুরোধ জানান।