আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি এবং বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের ব্যাখ্যা দিতে নীলফামারীবারের সভাপতিসহ ৩ আইনজীবীকে ফের তলব করেছেন হাইকোর্ট।
তাদের মধ্যে একজন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজুল হক। অপর দুজন হলেন আইনজীবী মো. আজহারুল ইসলাম ও আইনজীবী ফেরদৌস আলম।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) গোলাম সারোয়ারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী ৬ মার্চ তাদের ফের হাইকোর্টে তলব করেছেন।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টে তলব করা হয় তাদের। একই সঙ্গে আদালত অবমাননার দায়ে নীলফামারীর ওই তিন আইনজীবীর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।