আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রকাশিত তিনটি বহুভাষী পকেট অভিধান ভাষাপ্রেমীদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। কিন্তু অভিধানগুলোতে বিদেশি শব্দের উচ্চারণ বাংলা হরফে লেখার ক্ষেত্রে কোনো নিয়মের তোয়াক্কা করা হয়নি।
গত বছরের জুনে ইনস্টিটিউটটি বহুভাষী পকেট অভিধানের সিরিজটি প্রকাশ করে। পকেট সাইজের ৪×৬ ইঞ্চি মাপের অভিধানগুলোতে পৃষ্ঠা সংখ্যা তিন শ’র কাছাকাছি বা বেশি। প্রতিটির দাম ৪০০ টাকা। প্রতিটি অভিধানেই পাঁচটি ঘর। প্রতিটিতে শুরুতেই বাংলা ও ইংরেজি রয়েছে। পরের ঘরগুলোতে একটিতে জার্মান, রুশ ও হিস্পানি, আরেকটিতে আরবি, ফারসি ও তুর্কি এবং অন্যটিতে চীনা, জাপানি ও কোরিয়ান উচ্চারণ দেয়া হয়েছে।
আটপৌরে ব্যবহারের জন্য অভিধানগুলোর ছাপা ও বাঁধাই প্রশংসনীয়।
ভাষা বিশেষজ্ঞ ও ইংরেজি দৈনিক নিউ এইজ-এর উপ-সম্পাদক আবু জার মোহাম্মদ আক্কাস অভিধানগুলোর প্রশংসা করে বলেছেন, কাজটি ভালো। তবে আরও ভালো হতে পারতো। এই অভিধানগুলো আদতে উন্নত মানের ওয়ার্ডবুক।
বিষয়টি আরো ব্যাখ্যা করে তিনি বলেন, সমস্যাটা হলো বিদেশি ভাষার শব্দের উচ্চারণ বাংলা হরফে লেখা হয়েছে কোনো নিয়ম না মেনেই। ‘দয়া করে’ বা ইংরেজিতে যা please, অভিধানটিতে রুশ ভাষার пожалуйста-র উচ্চারণ বঙ্গহরফে লেখা হয়েছে ‘পাঝালুস্তা’। আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালায় এর উচ্চারণ দাঁড়ায় /pɑʤʱɑlust̪ɑ/, কিন্তু শব্দটির রুশ উচ্চারণ /pɐʐaɫʊstə/। স্বরাঘাতের নির্দেশ নেই বিধায় বাঙালিরা ‘পা’ এর ওপর স্বরাঘাত দেবে; রুশ ভাষায় স্বরাঘাত দ্বিতীয় অক্ষরে। বাংলায় “ঝ” হল একটি মহাপ্রাণ ঘৃষ্ট ঘোষ ধ্বনি, আর রুশ ভাষায় ж হল একটি প্রতিবেষ্টিত উষ্ম ঘোষ ধ্বনি। কর্তাদের এ জিনিস বোঝাবে কে?
এমন ভুলের আরও উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ফারসি ভাষার উচ্চারণে যেমন ভারতবর্ষে প্রচলিত ফারসির উচ্চারণ দেওয়া হয়েছে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেহরানের উচ্চারণে ফারসি পড়ানো হয়। মানে, ‘ক্যারদ্যান’-কে (کردن) ‘করদন’ লেখা হয়েছে।
মাতৃভাষা ইনস্টিটিউটের বহুভাষী পকেট অভিধান প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘কম্মোটি ভালো। আরও ভালো হতে পারতো। এর চেয়ে ঢের ভালো হতো বাংলাদেশের ভাষাগুলোর এরকম অভিধান প্রকাশ করতে পারলে। সঙ্গে সেগুলোর ব্যাকরণ। যেনো অন্যান্য ভাষার লোকেরা শিখতে পারেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।