খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়া আওয়ামী লীগ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে পটুয়াখালী জেলা কমিটি। বাউফল উপজেলা শাখার ওই নেতাকে তিন দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
স্ট্যাটাসে মোতালেব লেখেন, ‘রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হোক।’ তাঁর ওই পোস্টে মন্তব্য করে বিএনপির স্থানীয় অনেক নেতা সমর্থন জানান। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের নেতারা।
জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন বলেন, তিনি (মোতালেব) এমন মন্তব্য করতে পারেন না। এটি দলের শৃঙ্খলাপরিপন্থী। নোটিশের জবাব সন্তোষজনক না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মোতালেব হাওলাদার গতকাল বলেন, শেখ হাসিনাকে দেশবাসী মানবতার মা হিসেবে জানেন। তিনিও এটি মানেন। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে
পাঠালে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে তাঁর মনে হয়েছে। এ জন্যই স্ট্যাটাসটি লিখেছেন। এখন কেউ কেউ এটিকে ভিন্ন খাতে নিয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছেন।