শায়েস্তাগঞ্জ উপজেলার নিয়মের তোয়াক্কা না করে বিদ্যালয় মাঠ দখল করে পাথরের ব্লক তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় এক ঠিকাদার। বিদ্যালয়ের খেলার মাঠ দখল করায় শিক্ষার্থীদের খেলাধুলায় বিঘ্ন ঘটায় স্থানীয় অভিভাবক মহলেও চলছে আলোচনা সমালোচনা।
সরেজমিনে দেখা গেছে, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডে ১২০ নম্বর ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া আর কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রধান শিক্ষক মো. নুরুল হক বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি ঠিকাদার হারুনুর রশীদ হারুনকে একাধিক বার বিদ্যালয়ের মাঠ থেকে পাথরের তৈরি পাকা ব্লক সরিয়ে অন্য স্থানে তৈরির জন্য বলা হয়েছে। কিন্তু তিনি অন্য স্থানে পাথরের ব্লকগুলো সরিয়ে নেবেন বলে জানালেও এখন পর্যন্ত সরিয়ে নেননি।’
তিনি আরো বলেন, ‘বৃষ্টির কারণে চারদিকে জলাবদ্ধ থাকায় তিনি বিদ্যালয় মাঠে পাথরের পাকা ব্লক তৈরি করছেন।’
সরেজমিনে আরো দেখা গেছে যে, বিদ্যালয়ের মাঠে যে স্থানটিতে শিক্ষার্থীদের দোলনাগুলো স্থাপন করা হয়েছে, এর নিচে ও চারপাশে পাথরের পাকা ব্লকগুলো রোদে শুকানোর জন্য দাঁড় করিয়ে রাখা হয়েছে, এতে শিক্ষার্থীদের জন্য মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অচিরেই বিদ্যালয়ের মাঠ থেকে পাথরের পাকা ব্লক অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান, বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা।