ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর স্কুল অ্যান্ড কলেজের অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধান শিক্ষক আলী হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকলিমা আক্তার গতকাল মঙ্গলবার সকালে ধামরাই থানায় মামলা করেন। মামলার পরই আলী হায়দারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অর্থ আত্মসাতের অভিযোগে গত বুধবার সন্ধ্যায় এলাকাবাসী আলী হায়দারকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠায়।
মামলা সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আলী হায়দার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ ৮ লাখ ৮৪ হাজার ৮৬০ টাকা আদায় করেন। আলী হায়দার তাঁর প্রতিষ্ঠান পরিচালনা কমিটিকে জানান ৫ লাখ ৭২ হাজার টাকা পেয়েছেন। এদিকে স্কুল অ্যাকাউন্টে ২ লাখ টাকা জমা করেন। এ জন্য কয়েক মাস আগে প্রধান শিক্ষক আলী হায়দারকে অব্যাহতি দেয় প্রতিষ্ঠান। এদিকে আলী হায়দারকে অর্থ আত্মসাতে সহায়তা করেন যাদবপুর ইউনিয়নের ধানতারা গ্রামের লিটন মিয়া।
ধামরাই থানার এসআই মফিজুর রহমান মল্লিক বলেন, শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।