নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার লক্ষ্মীনারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন বেহাল হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাঠদান চলাকালে সিলিং থেকে খসে পড়ে পলেস্তারা। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে, ঝুঁকিপূর্ণ ভবনের ছাদের ধস ঠেকাতে বাঁশের ঠেকনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল দুপুরে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষের পলেস্তারা খসে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে স্কুলপড়ুয়া শিশুদের অভিভাবকেরা বিদ্যালয়ের ফটকে এসে ভিড় জমান।
গতকাল সরেজমিনে দেখা গেছে, স্কুল ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। মূল সড়ক থেকে নিচু হয়ে গেছে স্কুলের নিচতলা। দোতলার যে কক্ষটির সিলিং থেকে পলেস্তারা খসে পড়েছে, সেটির দরজা বন্ধ করে রাখা হয়েছে। ছাদের ধস ঠেকাতে বাঁশের ঠেকনা দেওয়া হয়েছে।
স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুবুল আলম বলেন, বর্তমানে স্কুলের জমি নিয়ে মামলা চলমান থাকায় নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, ‘দোতলার ওই কক্ষটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। আজকে (গতকাল) পলেস্তারা খসে পড়ার পর দোতলার সবগুলো কক্ষ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান ও নাসিক মেয়রের সঙ্গে কথা বলব।’