বিনা টিকিটে খেলা দেখতে না পেরে শিক্ষার্থীদের বিক্ষোভ - দৈনিকশিক্ষা

বিনা টিকিটে খেলা দেখতে না পেরে শিক্ষার্থীদের বিক্ষোভ

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

সাকিব আল হাসানকে মিরপুর টেস্টে খেলতে দেওয়ার দাবিতে কয়েক দিন ধরেই উত্তপ্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। গত পরশু রোববার তো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাকিব–ভক্ত এবং সাকিববিরোধীদের মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি ধাওয়া আর মারামারিও হলো। এর মধ্যেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

এই টেস্ট উপলক্ষে শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র‍্যাবের সঙ্গে আছেন সেনাসদস্যরাও। প্রথম দিন মধ্যাহ্নবিরতি পর্যন্ত অবশ্য স্টেডিয়াম এলাকা মোটামুটি শান্তই ছিল। নিরাপত্তার দায়িত্বে থাকারা জানিয়েছেন, তখন পর্যন্ত সাকিব ভক্তদের স্টেডিয়াম এলাকায় দেখা যায়নি।

ওদিকে শেরেবাংলা স্টেডিয়ামের ৫ নম্বর গেটে বিনা টিকিটে খেলা দেখতে এসে ব্যর্থ হওয়া স্কুল-কলেজের শিক্ষার্থীরা ‘বিসিবি ভুয়া’, ‘বিসিবি ভুয়া’ বলে শ্লোগান দিয়েছেন। তাদের দাবি, আগে টেস্ট ম্যাচের সময় শিক্ষার্থীদের বিনা টিকিটে খেলা দেখতে দেওয়া হলেও বিসিবি এবার তা দিচ্ছে না।

ঘটনাস্থলে সরেজমিন দেখা যায়, রাজধানীর বেশ কয়েকটি স্কুল ও কলেজের ছাত্রছাত্রী ইউনিফর্ম পরে ৫ নম্বর গেটের সামনে লম্বা সারি বেঁধে স্টেডিয়ামে ঢোকার জন্য দাঁড়িয়ে আছেন। কিন্তু একপর্যায়ে গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাসদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেন।

এ সময় হ্যান্ডমাইকে এক সেনা কর্মকর্তা বলতে থাকেন, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা টিকিট ছাড়া খেলা দেখতে পারবে—এমন কোনো নির্দেশনা বিসিবি থেকে তাঁদের দেওয়া হয়নি। টিকিট বুথে টিকিট আছে, খেলা দেখতে চাইলে টিকিট কিনে খেলা দেখা যাবে। তিনি বলেন, বিপিএল বা বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে অনেক সময় স্কুল-কলেজের শিক্ষার্থীদের ফ্রি খেলা দেখার সুযোগ দেওয়া হলেও আন্তর্জাতিক ম্যাচে সে সুযোগ নেই।

শিক্ষার্থীরা তারপরও ৫ নম্বর গেটের কাছে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের এক ছাত্র এই প্রতিবেদককে বলেন, টেস্ট সিরিজে সব সময় ছাত্রছাত্রীদের ফ্রি খেলা দেখার ব্যবস্থা থাকে। সে জন্যই আমরা এসেছি। কিন্তু এবার তা দেওয়া হচ্ছে না।’ মিরপুর বাঙলা কলেজের এক ছাত্রও একই দাবি করেন। 
তাঁদের সবার পরনে স্কুলের ইউনিফর্ম ও গলায় আইডি কার্ড ছিল। পরে অবশ্য অর্ধেক মূল্যে শিক্ষার্থীদের পূর্ব গ্যালারির টিকিট দেওয়ার সিদ্ধান্ত হয়। 

দায়িত্বপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ফ্রি টিকিট দেওয়ার নির্দেশনা না থাকা সত্ত্বেও সকালে বিসিবির টিকিট বুথ থেকেই ভুলক্রমে শিক্ষার্থীদের ১০০

টিকিট ফ্রি দেওয়া হয়। এরপরই দলে দলে শিক্ষার্থী ৫ নম্বর গেটে জড়ো হতে থাকেন।

এক সেনা সদস্য এমনও অভিযোগ করেন, বিসিবির কিছু কার্ডধারী স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীদের মধ্য থেকে তাদের পরিচিত কয়েকজনকে বিনা টিকিটে স্টেডিয়ামে ঢোকানোর চেষ্টা করে তাদের হাতে ধরা পড়েন।

কৃষিগুচ্ছ থেকে বের হয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করবো: বাকৃবি উপাচার্য - dainik shiksha কৃষিগুচ্ছ থেকে বের হয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করবো: বাকৃবি উপাচার্য ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের প্রচারণার চালানোর নির্দেশনা - dainik shiksha ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের প্রচারণার চালানোর নির্দেশনা ভর্তি পরীক্ষার হলে মেয়ে, অপেক্ষারত মা ঢলে পড়লেন মৃত্যুর কোলে - dainik shiksha ভর্তি পরীক্ষার হলে মেয়ে, অপেক্ষারত মা ঢলে পড়লেন মৃত্যুর কোলে সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ৩ দিনের রিমান্ডে - dainik shiksha সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ৩ দিনের রিমান্ডে শিক্ষক নিবন্ধনের প্রথম ধাপের মৌখিক পরীক্ষা যাদের - dainik shiksha শিক্ষক নিবন্ধনের প্রথম ধাপের মৌখিক পরীক্ষা যাদের ছাত্র আন্দোলনে অংশ নেয়াদের রাজনৈতিক দল গঠনের অধিকার আছে: সারজিস - dainik shiksha ছাত্র আন্দোলনে অংশ নেয়াদের রাজনৈতিক দল গঠনের অধিকার আছে: সারজিস কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.018694877624512