এবারের উচ্চমাধ্যমিকে ফেল করা কতিপয় শিক্ষার্থী অটোপাসের দাবিতে গতকাল ঢাকা শিক্ষা বোর্ডসহ কয়েকটি শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুরসহ নানা তাণ্ডব চালিয়েছে। এসবের প্রতিবাদে আজ সোমবার মনববন্ধন করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা- কর্মচারীরা। এসময় তারা বিক্ষোভ মিছিলও করেছেন।
সোমবার সকালে রাজধানীর বকশিবাজারে ঢাকা শিক্ষা বোর্ড ভবনের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।
স্মারকলিপি দেয়ার পরে যদি কোন উন্নতি না হয় তাহলে তারা কর্মবিরতিতে চলে যাবেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।