বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির কারখানা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রাষ্ট্রের সম্পদ ও মেধার অপচয় হচ্ছে। যেন বেকার সৃষ্টি না হয় সে কারণে আমাদের পাঠ্যসূচি পরিবর্তন হচ্ছে, যুগোপযোগী করা হচ্ছে।
রোববার (৮ জানুয়ারি) সকালে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘ধরুন জেলা প্রশাসক যদি পিয়নের একটি নিয়োগ দেয়, সেখানে ২ হাজার আবেদনের মধ্যে ১ হাজার থাকে এমএ পাস। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষা নিয়ে পিয়ন হতে যাচ্ছে। এত কষ্ট করে পড়াশোনা করল অথচ এটা বাস্তবে কোনো কাজে লাগেনি।
আমাদের দুর্ভাগ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড. কুদরাত-এ-খুদা জাতীয় শিক্ষা কমিশন যেটা গঠন করেছিলেন, কিন্তু বাস্তবায়ন করতে পারেননি। যেখানে বলা হয়েছিল সাধারণ শিক্ষার দরকার নেই। মুষ্টিমেয় লোক উচ্চ শিক্ষা গ্রহণ করবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।