বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বন্ধে ৬ সুপারিশ মহিলা পরিষদের - দৈনিকশিক্ষা

বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বন্ধে ৬ সুপারিশ মহিলা পরিষদের

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয়) যৌন হয়রানি এবং নিপীড়নের ঘটনা প্রতিরোধ ও প্রতিকারের বিষয়ে মহিলা পরিষদের পক্ষ থেকে সুপারিমালা পেশ করা হয়। 

সোমবার (২৪ জুন) মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। 

চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে অভিযোগ কমিটি থাকলেও তাদের তদন্তের পরিপ্রেক্ষিতে গৃহীত সুপারিশ অনেক সময় বাস্তবায়ন না হওয়া, বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনার পুনরাবৃত্তি, এ ধরনের ঘটনায় ঘটনার শিকার শিক্ষক-শিক্ষার্থীর মানবাধিকার লঙ্ঘিত হওয়া, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়াসহ নারীর ক্ষমতায়নে অন্তরায় ও প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বলে উল্লেখ করেন প্রতিনিধিরা।

মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু জানান, মহিলা পরিষদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনা প্রতিরোধে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কাছে ছয় দফা সুপারিশ তুলে ধরা হয়। 

১. বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি এবং নিপীড়নের ঘটনা প্রতিরোধে প্রতিটি অনুষদে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে কমিটি গঠন করা।

২. প্রতিটি অনুষদের ডিন, অনুষদের প্রতিটি বিভাগের ছাত্র-ছাত্রী কাউন্সিলর, ছাত্র-ছাত্রীদের নিয়ে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে নিয়মিত কর্মশালার আয়োজন করা।

৩. ২০০৯ খ্রিষ্টাব্দের হাইকোর্ট বিভাগ কতৃর্ক নির্দেশনামূলক রায়ে যে বিষয়গুলিকে যৌন হয়রানি ও নিপীড়ন বলে উল্লেখ করা হয়েছে তা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তির পর ওরিয়েন্টেশন সভাতে আলোচনা করা।

৪. বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরিবিধিতে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে ২০০৯ খ্রিষ্টাব্দের হাইকোর্ট বিভাগের নির্দেশনার বিষয়টি যুক্ত করা।

৫. বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির কার্যক্রম গতিশীল করাসহ সুপারিশ বাস্তবায়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা।

৬. ২০০৯ খ্রিষ্টাব্দের হাইকোর্ট বিভাগের নির্দেশনামূলক রায়ের আলোকে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে অভিযোগ কমিটি গঠন এবং কমিটির কার্যক্রম বিষয়ে অংশীজনদের সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কতৃর্ক কর্মশালা-প্রশিক্ষণের আয়োজন করা।
    
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি এবং নিপীড়নের ঘটনা প্রতিরোধ ও প্রতিকারে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করাসহ যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর যৌন হয়রানি এবং নিপীড়নের ঘটনা প্রতিরোধ ও প্রতিকারে উপরোক্ত বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও মনিটরিংয়ের আশ্বাস প্রদান করেন। 

চেয়ারম্যানের সঙ্গে আলোচনাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. হাসিনা খান, সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. ইমরান হোসেন ও সহকারী সচিব (লিগ্যাল) মোহাম্মদ শোয়াইব।

মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্মসাধারণ সম্পাদক সীমা মোসলেম ও অ্যাড. মাসুদা রেহানা বেগম, কেন্দ্রীয় লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের ভারপ্রাপ্ত পরিচালক অ্যাড. দীপ্তি রানী সিকদার, উপপরিষদের সিনিয়র আইনজীবী অ্যাড. রাম লাল রাহা।

এইচএসসি পরীক্ষার দিন বৃষ্টি হলে সময় বাড়ানোর নির্দেশ - dainik shiksha এইচএসসি পরীক্ষার দিন বৃষ্টি হলে সময় বাড়ানোর নির্দেশ প্রথম দিনে বহিষ্কার ২৪, অনুপস্থিত ১৩ হাজার - dainik shiksha প্রথম দিনে বহিষ্কার ২৪, অনুপস্থিত ১৩ হাজার ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত’ - dainik shiksha ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত’ কাল থেকে ঢাবিতে পরীক্ষা বর্জনসহ সর্বাত্মক কর্মবিরতি - dainik shiksha কাল থেকে ঢাবিতে পরীক্ষা বর্জনসহ সর্বাত্মক কর্মবিরতি পা দিয়ে লিখে আলিম পরীক্ষা দিচ্ছে রাসেল - dainik shiksha পা দিয়ে লিখে আলিম পরীক্ষা দিচ্ছে রাসেল এমপিওভুক্তির জন্য টেবিলে টেবিলে টাকা দিতে হয় - dainik shiksha এমপিওভুক্তির জন্য টেবিলে টেবিলে টাকা দিতে হয় শিক্ষাসচিব ও মহাপরিচালকের বিরুদ্ধে একি বললেন অধ্যক্ষ! - dainik shiksha শিক্ষাসচিব ও মহাপরিচালকের বিরুদ্ধে একি বললেন অধ্যক্ষ! কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে আহমদ ছফার বইয়ে ছফার প্রচ্ছদই নেই - dainik shiksha আহমদ ছফার বইয়ে ছফার প্রচ্ছদই নেই দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে - dainik shiksha র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে please click here to view dainikshiksha website Execution time: 0.0034539699554443