দৈনিক শিক্ষাডটকম, গাজীপুর : টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এরই মধ্যে ময়দান বুঝে পেয়েছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। মুসল্লিদের নিরাপত্তায় ইজতেমা এলাকায় মোতায়েন হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ৬ হাজারের বেশি সদস্য। দ্বীন আর আমলের শিক্ষা নিতে টঙ্গীর তুরাগ তীরে এখন মুসল্লিদের ভিড়। এরই মধ্যে নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন লাখো মুসল্লি।
আজ শুক্রবার ফজরের নামাজের পর আনুষ্ঠানিক আম বয়ানের কথা থাকলেও গতকাল বৃহস্পতিবার জোহরের পর শুরু হয় আমবয়ান। এতে আগামী এক বছর মুসল্লিরা কীভাবে ইসলাম প্রচার করবেন—তা সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
বিভক্তির কারণে এ বছরও ইজতেমা হচ্ছে দুই পর্বে। তবে সাধারণ মুসল্লিরা চান একসাথেই হোক বিশ্ব ইজতেমা।
ইজতেমায় এখন পর্যন্ত মাওলানা সাদ কান্ধলভির অংশগ্রহণ নিশ্চিত হয়নি। তবে ময়দানে পৌঁছেছেন মাওলানা সাদের তিন ছেলে। এদিকে ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভীর আসার ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। গতকাল দুপুরে ইজতেমা মাঠ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক কথা জানান তিনি। ফরিদুল হক খান বলেন, ‘মাওলানা সাদকে আনার জন্য তার পক্ষের লোকজন কাজ করছেন। সরকারের সঙ্গেও তাদের কথা চলছে। সমঝোতার মধ্যে হয়তো তাকে আনা সম্ভব হতে পারে।’
এদিকে ইজতেমায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর ৬ হাজারের বেশি সদস্য। মুসল্লিদের পারাপারের জন্য সেনা সদস্যরা তুরাগ নদীতে ৯টি ভাসমান সেতু নির্মাণ করেছে।
জিএমপি পুলিশ কমিশনার মাহবুব আলম, ছয় হাজার পুলিশ সদস্য শুধু জিএমপির পক্ষ থেকে এখানে মোতায়েন করা আছে। সব ধরনের গোয়েন্দা সদস্যরা আছেন। আগের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল হুবহু সেই একই নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন আছে। আয়োজক কমিটি বলছে, এরই মধ্যে ইজতেমা মাঠে এসেছেন কয়েক হাজার বিদেশি মুসল্লি।
এর আগে গত রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় তাবলীগের মাওলানা জুবায়েরের অনুসারীদের ইজতেমা। আজ শুরু হওয়া মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।