গাজীপুরের কালিয়াকৈরে গতকাল শুক্রবার সকাল থেকে বিয়ের দাবিতে এক কলেজছাত্রী এক ইউপি সদস্যের (মেম্বার) বাড়িতে অনশন শুরু করেছেন। অভিযুক্ত মনিরুজ্জামান মনির (৩৬) কালিয়াকৈরের ঢালজোড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
এলাকাবাসী ও ওই ছাত্রীর ভাষ্যমতে, মেম্বার মনির গত বৃহস্পতিবার বিয়ে করে বউ নিয়ে তার বাড়িতে আসেন। এ খবর পেয়ে ওই ছাত্রী গতকাল শুক্রবার মেম্বারের বাড়িতে অনশনে বসেন।
এসময় ওই ছাত্রী দাবি করেন, মেম্বারের সঙ্গে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সূত্র ধরে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কেও লিপ্ত হন। কিন্তু তাকে বিয়ে না করে ওই মেম্বার আরেকটি মেয়েকে বিয়ে করেন। খবর পেয়ে ওই ছাত্রী মেম্বারের বাড়িতে অনশনে বসেন। ওইদিন বিকেল পর্যন্ত ওই মেম্বারের বাড়িতে ওই ছাত্রী অনশনে ছিলেন।
অভিযুক্ত মেম্বার মনিরুজ্জামান মনির বলেন, এক সময় ওই মেয়ের (কলেজছাত্রী) সঙ্গে সম্পর্ক ছিল। এখন আর তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা আমার বিরুদ্ধে একটি চক্রের ষড়যন্ত্র।
ঢালজোড়া ইউনিয়নের চেয়ারম্যান ইছামুদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে বুঝিয়ে শান্ত করলে তিনি চলে যান।